ব্রিটিশ রাজপরিবারে নতুন অতিথি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

ডাচেস অব কেমব্রিজ কেট উইলিয়াম ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। সেন্ট্রাল লন্ডনের লিন্ডো উইংয়ের সেন্ট ম্যারি হাসপাতালে রাজপরিবারে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন কেট। সোমবার সকালে কেনসিংটন প্যালেস এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

রাজসিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী ও ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ষষ্ঠ নাতি এই সদ্যজাত। ক্যাথেরিন ও ডিউক অব ক্যামব্রিজের তৃতীয় এ সন্তানের ওজন ৩ কেজি ৬৩ গ্রাম।

নতুন অতিথির জন্মগ্রহণের খবর জানিয়ে কেনসিংটন প্যালেসের এক ঘোষণায় বলা হয়েছে, ক্যাথেরিন এবং তার সদ্যজাত ছেলে সুস্থ্য আছেন। এছাড়া দুই পরিবারের সদস্যকে নতুন অতিথির আগমনের ব্যাপারে জানানো হয়েছে।

prince-1

রাজপরিবারের জ্যেষ্ঠ চিকিৎসক ও পরামর্শক গাই থ্রোপ-বিস্টন ও স্ত্রীরোগবিশেষজ্ঞ অ্যালান ফার্থিং ক্যাথেরিনের সন্তান জন্মদানের পুরো বিষয়টি দেখাশোনা করেছেন।

এর আগে, ২০১৩ সালে প্রিন্স জর্জ ও ২০১৫ সালে প্রিন্সেস চার্লোত্তি রাজপরিবারে জন্মগ্রহণ করে। তবে নবাগত এই সদস্যের নাম এখনো ঘোষণা দেয়া হয়নি।

সূত্র : বিবিসি, রয়টার্স।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।