উত্তর কোরিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

উত্তর কোরিয়ায় চীনা পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। সোমবার এনকে নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিজিটিএন এক টুইট দুর্ঘটনার খবর জানিয়েও পরে টুইটটি মুছে ফেলে।

তবে উত্তর কোরিয়ার চীনা দূতাবাস এক বিবৃতিতে দুর্ঘটনার কথা জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে এনকে নিউজের প্রতিবেদনে।

পর্যটনশিল্পের একটি সূত্র এনকে নিউজকে জানিয়েঝে, বাসটি বেইজিং থেকে চীনের একটি পর্যটন কোম্পানির কর্মকর্তাদের নিয়ে আসছিল। তবে চীনের অন্য একটি সূত্র বলছে, বাসটি উত্তর কোরিয়ার কেসং নগরের দক্ষিণাঞ্চল থেকে পিয়ংইয়ংয়ে ফিরছিল।

তবে আবহাওয়াজনিত কারণেও এই দুর্ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। কারণ, কোরীয় উপদ্বীপে রোববার খুব বৃষ্টি হয়েছে এবং এর সাথে ঝড়ো হাওয়াও ছিল।

সূত্র: এনকে নিউজ

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।