কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২২ এপ্রিল ২০১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন এক হামলাকারী। রোববারের এ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও ৫৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

অপেক্ষাকৃত শান্ত কাবুলে বেশ কয়েক সপ্তাহ পর এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটলো। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেছেন, ‘পদচারী এক বোমা হামলাকারী ভোটার নিবন্ধন কেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে। চলতি বছরে দেশটির জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের নিবন্ধন কার্ড সরবরাহ করা হচ্ছিল।’

কাবুল পুলিশ প্রধানের উপদেষ্টা আশমত স্টানিকজাই বলেছেন, হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও আরো ৫৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তবে হতাহতের শঙ্কা বাড়তে পারে।

সূত্র : আল-জাজিরা।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।