তরুণীর অঙ্গে প্রাণ পেয়েছে ৬ জন


প্রকাশিত: ১১:০১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৪

দীর্ঘ দিন মস্তিষ্কে রক্তক্ষরণের পর ১৯ বছরের তরুণী এমা উইটি গত বছরের জুন মাসে মারা যান। কিন্তু মৃত্যুর পর তার অঙ্গ-প্রত্যঙ্গ যেন আজও তাকে অমর করে রেখেছে। তার অঙ্গে প্রাণ পেয়েছে ৬ জন।

সোমবার ডেইলি মেইল এক খবরে জানিয়েছে, যুক্তরাজ্যের নাগারিক উইটি ছিলেন একজন উদীয়মান ফটোগ্রাফার। তিনি সবসময় দান করা পছন্দ করতেন। সে অনুযায়ী মেয়ের অকাল মৃত্যুতে শোকাহত পরিবার তার কার্যকর অঙ্গ-প্রত্যঙ্গগুলো দান করার সিদ্ধান্ত নেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, পরিবারের সিদ্ধান্তে উইটির হার্ট ২০ বছরের এক তরুণীকে দান করা হয়, ৫০ বছরের এক পুরুষকে দেওয়া হয় যকৃত ও একটি কিডনি, ৬০ বছরের এক পুরুষকে দান করা হয় অপর কিডনি ও ২ টা ফুসফুস।

এছাড়া তার অঙ্গে প্রাণ পায় অন্য এক পুরুষ ও কন্যাশিশু। পরে তার কর্নিয়াও দান করা হয় আরেকজনকে।

উইটির মা ক্যাথেরিন জানিয়েছেন, তার অঙ্গ-প্রত্যঙ্গ দান করা যদিও কঠিন ছিল, তারপরেও এটা ভেবে ভালো লাগে যে, সে ৬ লোককে বাঁচিয়েছে। তার চোখে আলো পাচ্ছে অন্য মানুষ, অন্যের শরীরে তার হার্ট সক্রিয় আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।