পশ্চিম তীরে ইসরাইলি পুলিশের সঙ্গে সংঘর্ষ
ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পশ্চিম তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চলতি বছরের জুন মাসে দেশটির একটি আদালত ৩০ জুলাইয়ের মধ্যে রামাল্লার উত্তরে দুইটি স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়। এর পর মঙ্গলবার স্থাপনা উচ্ছেদ করতে গেলে ইহুদি তরুণরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, ১৯৭০ এর দশকে সেনাবাহিনীর দখল করা ফিলিস্তিনি ব্যক্তি মালিকানাধীন জমিতে এসব স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সীমান্ত পুলিশের একটি ইউনিট আদালতের আদেশ অনুযায়ী ভবনগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
এসআইএস/পিআর