ইসরায়েলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ২১ এপ্রিল ২০১৮

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরও রয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি শরণার্থীদের নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকারের দাবিতে ১০ হাজারের বেশি মানুষ একটি বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরা।

শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সীমান্তের কাছে বিক্ষোভ করছিল বিক্ষোভকারীরা। তাদের ওপর নির্বিচারে গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী।

বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭২৯ ফিলিস্তিনি আহত হয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা নিহতদের পরিচয় প্রকাশ করেছেন। এরা হলেন, মোহাম্মেদ ইব্রাহিম আইযুব (১৫), আহমেদ রাশাদ (২৪), আহমেদ আবু আকিল (২৫) এবং সাদ আব্দুল মাজিদ আব্দুল-আল আবু তাহা (২৯)।

ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলের হামলার ঘটনায় এ পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিক্ষোভে আহত হয়েছে আরও চার হাজারের বেশি মানুষ।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।