মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী বরখাস্ত


প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৮ জুলাই ২০১৫

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক তার উপ-প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে বরখাস্ত করেছেন। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে প্রধানমন্ত্রী অর্থ লুটপাট করছেন এমন অভিযোগ করার পর ইয়াসিনকে উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হলো। খবর বিবিসির।

এর আগে মুহিউদ্দিন দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন,  সরকারের উন্নয়ন প্রতিষ্ঠান ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহেড (ওয়ান এমডিবি) থেকে ৭০ কোটি মার্কিন ডলার নিজ ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন নাজিব রাজ্জাক।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা বারনামার খবরে বলা হয়েছে, উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির অ্যাটর্নি জেনারেল আব্দুল গণি পাতাইলকেও বরখাস্ত করা হয়েছে। তবে অ্যাটর্নি জেনারেলকে স্বাস্থ্যগত কারণে বরখাস্ত করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।