সৌদি বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

সৌদি আরবের একটি বিমানবন্দর লক্ষ্য করে দেশীয় তৈরি ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে ইয়েমেন থেকে।

গেল বুধবার ইয়েমেনের আলি-মাসিরাহ টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী, সৌদির জিজান অঞ্চলের একটি বিমানবন্দর লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়।

এই মিসাইল হামলার কয়েক ঘণ্টা আগেই সৌদি আরবের একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করেও হামলা চালানো হয়।

ইয়েমেনের সামরিক বাহিনীর একটি সূত্র বলছে, মিসাইলটি লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম হয়েছে।

এ ছাড়া ইয়েমেনের এয়ার ডিফেন্স যুক্তরাষ্ট্রের তৈরি একটি ড্রোনও ভূপাতিত করেছে।

রিয়াদপন্থী ইয়েমেনের সাবেক সরকারের সমর্থনে ও হুথি বিদ্রোহীদের দমনের উদ্দেশ্যে ২০১৫ সালের মার্চে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি আরব। সৌদির ওই আগ্রাসী ভূমিকার প্রতিবাদে প্রায়ই এ ধরনের হামলা চালানো হয় ইয়েমেন থেকে।

সোমবারও সৌদির চালানো বিমান হামলায় অন্তত ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ ক’জন।

সূত্র: প্রেসটিভি

এসআর/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।