সৌদিতে যৌথ সামরিক মহড়ায় কাতারের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

সৌদি আরবে জয়েন্ট গালফ শিল্ড-১ নামের একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে কাতারের সেনাবাহিনী। দীর্ঘদিন ধরে কাতারের সঙ্গে সৌদিসহ চার আরব দেশের বৈরী সম্পর্কের মধ্যেই এই সামরিক মহড়া অনুষ্ঠিত হলো।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, মার্চের ২১ তারিখ থেকে এপ্রিলের ১৬ তারিখ পর্যন্ত সৌদির পূর্বাঞ্চলীয় জুবেইল শহরের উত্তরাঞ্চলীয় রাস আল খাইর শহরে ওই সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বি. জেনারেল খামিস মোহামেদ দেবলানের নেতৃত্বে কাতারের সশস্ত্র বাহিনীর সদস্যরা ওই মহড়ায় অংশ নেন। সেখানে আরও প্রায় ২৫টি দেশের স্থল, জল এবং বিমান বাহিনীর সদস্যরা যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছেন।

কাতার নিউজ এজেন্সির খবরে জানানো হয়েছে, সৌদির সেনা বাহিনীর প্রধান লে. জেনারেল ফায়েদ বিন হামেদ আল রয়াইলির আমন্ত্রণে কাতারের সেনাপ্রধান মেজর জেনারেল ঘানেম বিন শাহিন আল ঘানেম সমাপনী মহড়ায় অংশ নেন।যৌথ মহড়ায় সেনাবাহিনীর বেশ কিছু কৌশল এবং অনুশীলন অন্তর্ভূক্ত ছিল।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।