সাংবাদিককে ঘুষি মারলেন মেক্সিকান কোচ!


প্রকাশিত: ১১:২০ এএম, ২৮ জুলাই ২০১৫

সম্প্রতি গোল্ডকাপের ফাইনালে জ্যামাইকাকে হারিয়ে শিরোপার স্বাদ নেয় হেরেরার শিষ্যরা। আর ম্যাচে পর আজতেকা টেলিভিশনের রিপোর্টার ক্রিস্টিয়ান মার্তিনোলি হেরেরার সমালোচনা করে একটি সংবাদ প্রকাশ করে। নিজের সমালোচনা শুনে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত  ঐ রিপোর্টারের ঘাড়ে ঘুষি মারেন মেক্সিকোর এই কোচ।

এ প্রসঙ্গে মার্তিনোলি বলেন, আমি আমার কাজ করে যাচ্ছিলাম। হেরেরার বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কাজ করার এক পর্যায়ে তিনি আমাকে আঘাত করেন। আমি কিছুই করিনি, কারণ আমি তার মতো মূর্খ নই। মেক্সিকোর সাবেক ফুটবলার ও বর্তমানে টিভি রিপোর্টার লুইস গার্সিয়া এ সময় হেরেরাকে শান্ত করেন। মেক্সিকো ফুটবল ফেডারেশনের কাছে আমি অভিযোগ করেছি। তবে, তারা আমার অভিযোগ আমলে নেয়নি।

মেক্সিকো ফুটবল ফেডারেশন জানায়, হেরেরার বিরুদ্ধে যে অভিযোগ তারা শুনেছেন তার কোনো সত্যতা নেই। অভিযোগ প্রমাণ করার মতো কোনো ভিডিও বা এমন কিছু তাদের কাছে কেউ জমা দিতে পারেননি। হেরেরার বিরুদ্ধে এমন অভিযোগে তাই আপাতত কোনো সিদ্ধান্ত নেবে না মেক্সিকো ফুটবল ফেডারেশন।

উল্লেখ্য, গোল্ডকাপের ফাইনালে মেক্সিকানরা জ্যামাইকাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।