গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বাঁচলেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

অল্পের জন্য দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনন্ত কুমার হেগড়ে। কর্নাটকে হাভেরির হালাগেরির কাছে একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মন্ত্রীর এসকর্ট গাড়িকে ধাক্কা মারে। ওই ঘটনার পর ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

অনন্ত কুমারের দাবি, ট্রাকটি তার গাড়িতেই ধাক্কা মারতে চেয়েছিল। তার গাড়ির গতি বেশি ছিল। ট্রাকটি গিয়ে ধাক্কা মারে তার এসকর্ট গাড়িটিকে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা পরবর্তী একটি ভিডিও টুইটারে পোস্ট করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ট্রাকচালকের ছবিও পোস্ট করেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, এসকর্ট গাড়িটিতে থাকা কর্মীরা আহত হয়েছেন। তিনি বলেন, ঘটনার সময় ট্রাকচালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন না। ফলে ঘটনার পেছনে ষড়যন্ত্রই দেখছেন তিনি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।