নেপালে ভারতীয় দূতাবাসের কাছে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৭ এপ্রিল ২০১৮

নেপালের বিরত নগরে ভারতীয় দূতাবাসের কাছে একটি ছোটখাট বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

তবে ওই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অস্থায়ী ওই দূতাবাসটি রাজধানী কাঠমান্ডু থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০১৫ সালে উত্তর বিহার এবং নেপালে বন্যার সময় অস্থায়ী ওই দূতাবাসটি স্থাপন করে ভারত। তারপর থেকেই দূতাবাসে কার্যক্রম চলছিল।

বিস্ফোরণের সময় দূতাবাসের ভেতরে কেউ ছিল না। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দূতাবাসে বিস্ফোরণের ঘটনা তদন্ত করছেন তারা।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।