রাজধানীতে গৃহকর্মীসহ দুই লাশ উদ্ধার


প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৮ জুলাই ২০১৫

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকার একটি বাসা থেকে নাসরিন (১৩) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে ‍পুলিশ। অপরদিকে, বনানী কড়াইল বস্তি থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে লাশ দুটি উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক(এসআই) শামীম হাসান জানান, নাসরিন ১৩ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ৭২ নম্বর পাঁচতলা ভবনের তৃতীয় তলায় গৃহকর্তা নাহিদ হোসেনের ফ্লাটে কাজ করতো।

সোমবার নাহিদ হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে বাইরে খেতে যান। এসময় গৃহকর্মীকে ঘরে রেখে বাইরে থেকে তালা মেরে যান। রাত ১টার দিকে বাসায় ফিরে গৃহকর্মীকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে থানাতে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত নাসরিন নোয়াখালী জেলার মাইজদী সদর হাসপাতাল এলাকার নাসির মিয়ার মেয়ে।

অন্যদিকে বনানী থানার উপ-পরিদর্শক(এসআই) মোস্তাক আহমেদ জানান, কিছু দিন আগে ওই নারী ও এক ব্যক্তি দুজনে স্বামী-স্ত্রী পরিচয়ে বস্তিতে ঘর ভাড়া নেন। লাশটি উদ্ধারের সময় ওই ব্যক্তিকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।