ইসরায়েলি হামলা প্রতিহত করেছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ এএম, ১৭ এপ্রিল ২০১৮

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা দামেস্কের ওপর দিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। সিরিয়ার দাবী, ইসরায়েল ওই এলাকায় বিমান হামলা চালিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে যে, তাদের প্রতিরক্ষা বাহিনী দেশের হোমস অঞ্চলে হামলার ঘটনা প্রতিহত করেছে।

সেনাবাহিনী এক ঘোষণায় জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হোমস শহরের সায়’রাত বিমানঘাঁটি এবং এর আশেপাশের এলাকা লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে প্রতিহত করা হয়েছে।

ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যে হামলা চালানোর আগেই সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আকাশে থাকা অবস্থাতেই ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করা হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।