অস্ট্রেলিয়ায় বিস্ফোরণে তিনজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৭ এপ্রিল ২০১৮

অস্ট্রেলিয়ায় একটি বাড়িতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ব্রিসবেনের একটি বাড়ি থেকে দুই নারী এবং এক পুরুষের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। বিস্ফোরণের কারণে তাদের বাড়িতে আগুন ধরে যায়।

কুইন্সল্যান্ডের পুলিশ জানিয়েছে, বেশ বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছিলেন প্রতিবেশীরা। তবে কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনার তদন্ত করা হচ্ছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনার পুরো তদন্ত করা হবে। কিভাবে ওই দুর্ঘটনা ঘটেছে তা খুব দ্রুত জানা সম্ভব হবে বলেই আমরা আশা করছি।

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সময় চিৎকারের শব্দ শোনা গেছে। কিন্তু ঠিক কোন স্থান থেকে এই শব্দ আসছিল তা নিশ্চিত হওয়া যায়নি। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাছাকাছি থাকা লোকজনকে উদ্ধার করেছেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।