আবদুল কালামের মরদেহ গ্রহণ করবেন মোদি
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালামের মরদেহ মঙ্গলবার বিশেষ একটি ফ্লাইটে আসামের গুয়াহাটি থেকে রাজধানী নয়াদিল্লিতে নেওয়া হবে। বিমানবন্দরে এ পি জে আবদুল কালামের মরদেহ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তিন বাহিনীর প্রধানরা।
এর আগে সোমবার সন্ধ্যায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে বি-স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে ‘লিভেবল প্ল্যানেট আর্থ’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে শিলংয়ের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে আবদুল কালামের মৃত্যুতে ভারতজুড়ে শোক বিরাজ করছে। দেশটিতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত। খুব সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন তিনি।
# ভারতে সাত দিনের রাষ্ট্রীয় শোক
# আবদুল কালামের শেষ টুইট
# এ পি জে আবদুল কালাম আর নেই
# দেশের সেবায় ব্যস্ত থাকায় বিয়ে করেননি আবদুল কালাম
এসকেডি/এমএস