চাদে বোকো হারাম-সেনা সংঘর্ষ : নিহত ১৬


প্রকাশিত: ০৪:৪২ এএম, ২৮ জুলাই ২০১৫

আফ্রিকার লেক চাদে নাইজেরিয়াভিত্তিক বিদ্রোহী সংগঠন বোকো হারাম ও সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষে বোকো হারামের ১৩ সদস্যসহ ১৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার চাদের নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বোকো হারামের সদস্যরা অন্তত ৩০ জন লোককে অপহরণ করেছে।

চাদের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বোকো হারামের সদস্যরা ইঞ্জিনচালিত নৌকায় করে এসে মেদি এলাকায় হামলা চালায়। এরপর সেনাবাহিনী পাল্টা হামলা চালায়। এতে বোকো হারামের ১৩ সদস্য নিহত হয়। এ সময় বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়।

একইদিন ব্লারিগি গ্রামে সন্দেহভাজন বোকো হারামের সদস্যরা তিনজন লোককে হত্যা করে বলে জানায় সেনাবাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তাবাহিনীর এক কর্মকর্তা জানান, বোকো হারামের যোদ্ধারা ৩০ জন লোককে অপহরণ করেছে। স্পিডবোটে করে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

ছয় বছর ধরে চলা এই গোষ্ঠীটির বিদ্রোহ দমনে সম্প্রতি নাইজেরিয়া, ক্যামেরুন ও চাদের  সম্মিলিত সামরিক বাহিনী অভিযান শুরু করেছে। অভিযানে কোনঠাসা হয়ে পড়া বোকো হারাম সাম্প্রতিক মাসগুলোতে চাদ হ্রদের তীরবর্তী বিভিন্ন গ্রামে হামলা শুরু করেছে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।