পুতিনকে এরদোয়ানের টেলিফোন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১২ এপ্রিল ২০১৮

সিরিয়া ইস্যুতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে যখন উত্তেজনা চলছে, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়।

এরদোয়ানের কার্যালয়ের একটি সূত্র বলছে, সিরিয়া ইস্যুতে নিজেদের মধ্যে নিবির যোগাযোগ রাখার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন দুই দেশের প্রেসিডেন্ট।

সিরিয়ার পূর্বাঞ্চলের দৌমায় রাসায়নিক হামলার অভিযোগ এনে দেশটিতে শিগগিরই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয়ার জেরে পশ্চিমা বিশ্বের সঙ্গে সিরিয়া এবং রাশিয়ার চরম উত্তেজনা শুরু হয়েছে।

এর মাঝেই পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বললেন এরদোয়ান। তবে রুশ এই প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার আগে এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে সিরিয়া ইস্যুতে কথা বলেন।

সূত্র : রয়টার্স।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।