আবদুল কালামের শেষ টুইট
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম আর নেই। মেঘালয় রাজ্যের শিলংয়ের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর পূর্বে তার শেষ টুইট বার্তায় তিনি লিখেছিলেন, ‘Going to Shillong.. to take course on Livable Planet earth at iim. With @srijanpalsingh and Sharma.’
আব্দুল কালামের প্রয়াণে ভারতে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করে দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেন, প্রতিরক্ষা গবেষণায় তার অবদান দেশকে সমৃদ্ধ করছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পথ প্রদর্শক ছিলেন আবদুল কালাম। শোক প্রকাশ করেছেন দেশটির উপরাষ্ট্রপতিও।
দেশটিতে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার তার মরদেহ আনা হবে দিল্লিতে। সোমবার সন্ধ্যায় মেঘালয়ের শিলংয়ে আইআইএম-এর অনুষ্ঠানে ভাষণ প্রদাকালে হৃদযন্ত্রের জটিলতায় অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে শিলংয়ের সামরিক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকগণ। চিকিৎসকদের দাবি, হাসপাতলে নেয়ার আগেই আবদুল কালাম মারা যান।
এ পি জে আবদুল কালামের জন্ম ভারতের তামিলনাড়ুতে, ১৯৩১ সালের ১৫ অক্টোবর। তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ ছাড়াও ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ খেতাবে ভূষিত। তিনি ২০০২ সালে বিজেপি সরকারের আমলে ভারতের একাদশতম রাষ্ট্রপতি নির্বাচিত হন। শিক্ষাজগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন প্রয়াত রাষ্ট্রপতি।
গত ১৭ অক্টোবর ঢাকা সফরে এসে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তিনি। তার পুরো নাম আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম।
বিএ