নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকের গ্যাসে দুজনের মৃত্যু


প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক নির্মাণশ্রমিকসহ দুজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও দুজন। সোমবার সকালে উপজেলার আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- ফরহাদ (২৯) ও শাহাদাৎ হোসেন (২৮)। অসুস্থ দুজন হলেন- নির্মাণশ্রমিক সুমন মিয়া (৩৮) ও নাজিম (৪৫)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সোমবার সকাল নয়টার দিকে আবদুল মালেক মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন নির্মাণশ্রমিক ফরহাদ ও সুমন মিয়া। তাদের সঙ্গে আবদুল মালেকের ছেলে নাজিম ও আত্মীয় শাহাদৎও নামেন। বিষাক্ত গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসকেরা শাহাদাৎ ও নির্মাণশ্রমিক ফরহাদকে মৃত বলে ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।