পাঞ্জাবে পুলিশ স্টেশনে হামলাকারী তিন সন্ত্রাসী নিহত
দীর্ঘ ১১ ঘণ্টার পুলিশি অভিযানে ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরে পুলিশ স্টেশনে হামলাকারী তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার পুলিশ সূত্রে পাঞ্জাবের স্থানীয় একটি গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এর আগে সোমবার ভোর পৌনে ৬টার দিকে সন্ত্রাসীরা দিনানগর বাস টার্মিনালে জম্মুগামী একটি যাত্রীবাহী বাসে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে সেখানে এক যাত্রী নিহত ও আরো সাতজন আহত হন।
পরে সন্ত্রাসীরা সেখান থেকে একটি মারুতি কার ছিনতাই করে দিনানগর থানায় হামলা চালায়। সেখানে নির্বিচারে গুলি ছুড়ে কর্তব্যরত দুই পুলিশ সদস্যসহ সাতজনকে হত্যা করে। পরে থানা ভবনে ভাঙচুর চালায়। এ দুটি হামলার খবরের সঙ্গে সঙ্গে দিনানগর থানার কাছে পাঠানকোট-অমৃতসর রেললাইনে পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করার খবরও পাওয়া গেছে।
একাধারে বাস টার্মিনাল, থানায় হামলা ও একইসময়ে রেলের পাতে বোমা পেতে রাখার ঘটনাকে পরিকল্পিত বলে মনে করছে পাঞ্জাব পুলিশ। বিশেষত সর্বোচ্চ ক্ষয়ক্ষতি করতেই রেললাইনে বোমা পাতা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এ ঘটনার পর পাঞ্জাব এবং পার্শ্ববর্তী হরিয়ানা ও চন্ডিগড় জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়।
এসআইএস/এসএইচএস/এমআরআই