অনার্স পরীক্ষার প্রবেশপত্রে বিকিনি পরা নারীর ছবি!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১০ এপ্রিল ২০১৮

বিকিনি পরা নারীর ছবিযুক্ত প্রবেশপত্র ইস্যু করে সংবাদের শিরোনাম হয়েছে ভারতের বিহার রাজ্যের ললিত নারায়ন মিথিলা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, তিনি অদ্ভূত ধরনের ওই প্রবেশপত্র হাতে পেয়েছেন।

অনার্স শেষ বর্ষের ওই নারী শিক্ষার্থী গার্হস্থ বিজ্ঞান বিভাগের। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনি এ ব্যাপারে একটি অভিযোগ করেছেন।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে তার ছবিযুক্ত প্রবেশপত্র সরবরাহ করেছে। মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়েছে।

bikini-in-admit

ওই শিক্ষার্থী বলেন, রেজিস্ট্রেশনের সময় স্বাক্ষর করার আগে আমি সব ধরনের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করেছিলাম।

তবে শনিবার প্রবেশপত্র প্রিন্ট করার পর সেখানে আমার ছবি ও স্বাক্ষরের স্থানে ব্রিবতকর ওই ছবি দেখে আমি বিস্মিত হয়ে যাই।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।