লিভাররোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে : রাষ্ট্রপতি


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৭ জুলাই ২০১৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লিভাররোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। যেকোন রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ জরুরি এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘লিভাররোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’।

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সোমবার এক বাণীতে একথা বলেন রাষ্ট্রপতি। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও মঙ্গলবার (২৮জুলাই) ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৫’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে মো. আবদুল হামিদ বলেন, লিভার মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারের রোগ ও প্রতিরোধ সম্পর্কে জনসাধারণের মধ্যে সঠিক ধারণা না থাকায় এবং এ রোগের সময়মত চিকিৎসা গ্রহণ না করায় দেশে লিভার রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে।

রাষ্ট্রপতি বলেন, ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে বিশ্ব হেপাটাইটিস দিবসের এবারের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস প্রতিরোধ : এটা আপনার ওপর নির্ভর করছে’- যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করেন।

মো. আবদুল হামিদ আশা করছেন, এ দিবসটি পালনের মাধ্যমে দেশের সাধারণ জনগণ এবং আক্রান্ত রোগী ছাড়াও নীতি-নির্ধারক ও সংশ্লিষ্ট সকলের মাঝে হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাবে। তিনি ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৫’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।