চীনে কয়লা খনিতে আটকা পড়া ৬ শ্রমিক উদ্ধার


প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৭ জুলাই ২০১৫

চীনের উত্তরাঞ্চলে বন্যা কবলিত একটি কয়লা খনি থেকে আটকা পড়া ছয়জন খনি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। বন্যায় চার শ্রমিকের মৃত্যুর এক সপ্তাহ পর সোমবার সকালে এ ছয়জনকে উদ্ধার করা হলো। খবর সিনহুয়ার।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরে হিলংজিয়াং প্রদেশের গেগাং কয়লা খনিতে ওই শ্রমিকরা আটকা পড়ে। এর পর উদ্ধারকর্মীরা সোমবার ভোরে এসব শ্রমিককে খনি থেকে বের করে আনে। ওই খনিতে এখনো আরও পাঁচজন শ্রমিক আটকা পড়েছেন। দূর্যোপূর্ণ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গেগাং চীনের প্রধান কয়লা উত্তোলনকারী একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বছরে প্রায় দেড় লাখ মেট্রিক টন কয়লা উত্তোলন করে।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।