পাকিস্তানি জঙ্গি হামলার শঙ্কায় গোয়ায় সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৭ এপ্রিল ২০১৮

সমুদ্রপথে প্রবেশের পর ভারতের পশ্চিমাঞ্চলের প্রদেশ গোয়ায় জঙ্গিরা হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করে স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে। শনিবার প্রদেশের সমুদ্র উপকূলবর্তী সব ধরনের যানবাহন ও শহরের ক্যাসিনোগুলোকে এ হামলার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।

মাছ ধরার ট্রলারে করে জঙ্গিরা প্রদেশে পৌঁছাতে পারেন বলে গোয়েন্দা তথ্য পাওয়ার কথা স্বীকার করেছেন প্রদেশের বন্দরমন্ত্রী।

মন্ত্রী জয়েশ সালগাঁওকর দেশটির সরকারি বার্তাসংস্থা পিটিআইকে বলেন, ভারতীয় কোস্ট গার্ডের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম উপকূলে জঙ্গি হামলার শঙ্কায় অফশোর ক্যাসিনো, ওয়াটার স্পোর্টস অপারেটর এবং প্রমোদতরীগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে।

তিনি বলেন, এ সতর্কতা শুধুমাত্র গোয়ার জন্যই নির্দিষ্ট নয়। এমনকি মুম্বাই ও গুজরাট উপকূলেও হামলা হতে পারে। তবে আমরা জাহাজ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছি।

গোয়ার এই মন্ত্রী বলেন, ভারতের একটি মাছ ধরার ট্রলার ছিনতাইয়ের পর পাকিস্তান থেকে সমুদ্রপথে যাত্রা শুরু করেছে জঙ্গিরা। গোয়েন্দা তথ্য আছে, এই ট্রলারটি এগিয়ে আসছে এবং তারা হামলা চালাতে পারে।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।