মায়ের মৃতদেহ দু’বছর ফ্রিজে রাখল ছেলে

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি কলকাতা থেকে
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৫ এপ্রিল ২০১৮

কলকাতার বেহালায় বাড়ির ভেতর ফ্রিজের মধ্য থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রায় তিন বছর ধরে মায়ের মৃতদেহটি সংরক্ষন করে রাখে তারই ছেলে শুভব্রত। গত বুধবার রাতে বেহালা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। শুভব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্র বলছে, বাবা-মায়ের সঙ্গে থাকতেন শুভব্রত মজুমদার। বাবা গোপাল মজুমদার (৭৯) ও মা বীণাদেবী সরকারি চাকরি করতেন। দু’জনে ফুড ডিপার্টমেন্টে ছিলেন। ২ বছর আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বীণাদেবী। সেখানেই মৃত্যু হয় তার।

মায়ের মৃতদেহ নিয়ে বাড়িতে চলে আসেন শুভব্রত। কিন্তু, তার মৃতদেহ দাহ করা হয়েছিল কিনা কেউ জানেন না।
প্রতিবেশীরা এই প্রসঙ্গে জানান, একা একা থাকার অভ্যাস ছিল শুভব্রতর। মায়ের কথা জিজ্ঞেস করলে বলতো, মাকে পিস হেভেনে রেখেছি।

পুলিশ সূত্র বলছে, শুভব্রতর পড়াশোনা লেদার টেকনোলজি নিয়ে। তার ঘরে তল্লাশি চালিয়ে একাধিক কেমিক্যালের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে শুভব্রত জানায়, তার বিশ্বাস তার মা বেঁচে উঠবেন। এমনকি দেহে যাতে পচন না ধরে তার জন্য মায়ের পেটের উপরের অংশ থেকে নাভি পর্যন্ত কেটে নাড়িভুঁড়ি, পাকস্থলী সহ শরীরের ভিতরের দ্রুত পচনশীল অংশগুলি বের করে দিয়েছিল সে।

লেদার টেকনোলজি নিয়ে পড়া মেধাবী ছেলে শুভব্রত এমন কেন করলো, সেই প্রশ্নের উত্তর খুঁজছে বেহালা পুলিশ। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।