তুরস্কের অনুরোধে জরুরি বৈঠক ডেকেছে ন্যাটো


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৭ জুলাই ২০১৫

নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্য তুরস্কের অনুরোধে জরুরি বৈঠক ডেকেছে ন্যাটো মহাসচিব  জেনস স্টলটেনবার্গ। আইএস ও কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর সিএনএন ও আল জাজিরার।

রোববার ন্যাটোর বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের অনুরোধে ন্যাটোর সদস্যভূক্ত ২৮টি  দেশ এ বৈঠকে বসবে।

এদিকে, তুরস্ক শুক্রবার সিরিয়ায় আইএস এবং ইরাকে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান বৃদ্ধির ঘোষণা দিয়েছে। সম্প্রতি আইএসের হামলা বৃদ্ধির পর তুরস্ক  ন্যাটোকে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। এরপর ন্যাটো এক বিবৃতিতে জরুরি বৈঠকের এ ঘোষণা দিয়েছে।

২০ জুলাই দিয়ারবাকি প্রদেশে এক হামলায় তুরস্কের ৩২ নাগরিক প্রাণ হারায়। তুরস্ক এ হামলার জন্য আইএস জঙ্গিদেরকে দায়ী করেছে। এদিকে রোববার তুরস্কের দক্ষিণাঞ্চলে গাড়ি বোমা হামলায় তুরস্কের দুই সেনা সদস্য নিহত হয়। এছাড়া এ ঘটনায় আহত হয় আরও অন্তত চারজন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।