আগুন ঠেকাতে ব্যর্থ ইন্দোনেশিয়ায় জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

বোর্নিও দ্বীপের উপকূলে প্রাণঘাতী তেল ছড়িয়ে পড়া ঠেকাতে ইন্দোনেশিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। উপকূলে তেল ছড়িয়ে পড়ার পর শুরু হওয়া অগ্নিকাণ্ডে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। শনিবার থেকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সহায়তার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটি।

তেলের বিস্তার ঠেকাতে ব্যর্থ হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক মানুষ অসুস্থ্য হয়ে পড়েছেন। কর্তৃপক্ষ বলছে, কি কারণে উপকূলের বালিকপাপন এলাকায় তেল ছড়িয়ে পড়ছে তা পরিষ্কার নয়। তেল ছড়িয়ে পড়া অব্যাহত থাকায় অগ্নিকাণ্ড বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে।

অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়তে পারে এমন কার্যকলাপ বন্ধ রাখতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে বালিকপাপনের পরিবেশ সংস্থা।

বর্তমানে উপকূলের ১২ বর্গ কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। উপকূলের পানি দূষিত হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।

চারজনের প্রাণহানির খবর দিয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, ‘তেলে আগুনের সূত্রপাত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শতাধিক মানুষ, শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছে; এদের মধ্যে অনেকেই বমি করছেন।

সূত্র : বিবিসি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।