পাঞ্জাবে থানায় সন্ত্রাসী হামলায় পুলিশসহ নিহত ৮


প্রকাশিত: ০৫:০৬ এএম, ২৭ জুলাই ২০১৫

ভারতের পাঞ্জাব রাজ্যের একটি থানাসহ কয়েকটি স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রসীরা। এতে দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।সোমবার ভোর পৌনে ৬টায় পাঞ্জাবের গুরুদাসপুরের দিনানগর থানা ও তৎসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে।

খবরে বলা হয়েছে, সন্ত্রাসীরা সেনাবাহিনীর পোশাক পরে এ হামলা চালায়। তবে হামলায়  কতজন সন্ত্রাসী অংশ নিয়েছেন বা কোন সংগঠন এ হামলা চালিয়েছ তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ দল। সন্ত্রাসীরা ওই আত্মগোপন করেছে বলে একটি সূত্র জানিয়েছে। তাদের ধরতে  অভিযানে নেমেছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ভোর পৌনে ৬টার দিকে জঙ্গিরা দিনানগর বাস টার্মিনালে জম্মুগামী একটি যাত্রীবাহী বাসে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে সেখানে এক যাত্রী নিহত ও আরো সাতজন আহত হন।

পরে সন্ত্রাসীরা সেখান থেকে একটি মারুতি আলটো কার ছিনতাই করে দিনানগর থানায় হামলা চালায়। সেখানে নির্বিচারে গুলি ছুঁড়ে কর্তব্যরত দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে হত্যা করে। পরে থানা ভবনে ভাঙচুর চালায়। এ দুটি হামলার খবরের সঙ্গে সঙ্গে দিনানগর থানার কাছে পাঠানকোট-অমৃতসর রেললাইনে পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করার খবরও পাওয়া গেছে।

একাধারে বাস টার্মিনাল, থানায় হামলা ও একইসময়ে রেলের পাতে বোমা পেতে রাখার ঘটনাকে পরিকল্পিত বলে মনে করছে পাঞ্জাব পুলিশ। বিশেষত সর্বোচ্চ ক্ষয়ক্ষতি করতেই রেললাইনে বোমা পাতা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, পরিস্থিতি বিবেচনায়  শীর্ষ কর্মকর্তাদের নিয়ে স্বরাষ্ট্রসচিব শিগগির বৈঠকে বসছেন বলে জানা গেছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।