হোয়াইট হাউসে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

গত মাসের এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হোয়াইট হাউসে সম্ভাব্য বৈঠকের বিষয়ে আলোচনা করেছেন। সোমবার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর সিএনএন।

গত মাসের ২০ তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও পুতিন জয়লাভ করায় তাকে ফোন করে অভিনন্দন জানান ট্রাম্প। সে সময়ই তাকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানানো হয়।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি রাজ শাহ এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই গত মাসে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দু’জনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে।

ইয়োরি উসাকোভ নামে পুতিনের এক সহযোগী জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউসেই প্রথম বৈঠকের প্রস্তাব দিয়েছেন তিনি।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইয়োরি উসাকোভ বলেন, সব কিছু ঠিক থাকলে বৈঠক হবে। যখন আমাদের প্রেসিডেন্ট ফোনে আলাপ করেছেন তখন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে প্রথম বৈঠকটি ওয়াশিংটনের অনুষ্ঠিত হওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।