নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০২ এপ্রিল ২০১৮

দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলা মারা গেছেন।

সোমবার ৮১ বছর বয়সে তিনি মারা যান বলে উইনি ম্যান্ডেলার ব্যক্তিগত সহকারীকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

১৯৯৬ সালে ম্যান্ডেলার ইচ্ছার বিরুদ্ধে তাকে ছেড়ে যান উইনি। ১৯৯৮ সালে নেলসন ম্যান্ডেলা আবার বিয়ে করেন।

আফ্রিকান ন্যাশনাল পার্টির সদস্য উইনিও বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার কর্মী ছিলেন। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।

নেলসন ম্যান্ডেলা ও উইনি ম্যান্ডেলা ৩৮ বছর সংসার করেন; এর ২৭ বছরই জেলে কাটিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা।

পরবর্তীতে রাজনৈতিক নানা বিতর্কে জড়িয়ে পড়েন বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাদপুরুষ ম্যান্ডেলার সাবেক এই স্ত্রী।

২০১৩ সালে ম্যান্ডেলার মৃত্যুর পর তার গ্রামের বাড়ির উত্তরাধিকারী হওয়ার বৈধতার জন্য মামলাও করেছিলেন উইনি। ওই মামলায় অবশ্য হারতে হয় তাকে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।