বিএসএমএমইউতে নতুন প্রোভিসি-কোষাধ্যক্ষ নিয়োগ হচ্ছে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও কোষাধক্ষ্য নিয়োগ দেয়া হচ্ছে। নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেতে পাচ্ছেন বিএসএমএমইউয়ের কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। আর নতুন কোষাধক্ষ্য হিসেবে নিয়োগ পাচ্ছেন ফ্যাকাল্টি অব ডেন্টিস্ট্রির ডিন অধ্যাপক ডা. মো. আলী আজগর মোড়ল।
আজকালের মধ্যে এ দু’জনের নিয়োগের আদেশ জারি হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএসএমএমইউ, বিএমএ ও স্বাচিপের একাধিক শীর্ষ স্থানীয় নেতা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় বিএমএর একজন শীর্ষ নেতা জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার এ দু’জনকে প্রো-ভিসি ও কোষাধক্ষ্য হিসেবে মনোনয়ন ও নিয়োগের প্রস্তাবনার সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর স্বাক্ষরের জন্য পাঠানো হয়। প্রধানমন্ত্রীর স্বাক্ষর শেষে সেটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে।
ইতিমধ্যেই প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ কিংবা কালের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিয়োগাদেশ জারি হবে। গত বেশ কিছুদিন যাবতই বিএসএমএমইউতে এ দু’জন নিয়োগ পেতে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বিএমএর সাবেক নির্বাচিত মহাসচিব ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বিএসএমএমইউ শাখার সভাপতি। অধ্যাপক ডা. মো. আলী আজগর মোড়ল স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
দু’জনের নিয়োগাদেশ এখনো জারি না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশ থেকে তাদের অভিনন্দন জানিয়ে চিকিৎসক, পরিচিত বন্ধুবান্ধব ও ঘনিষ্টজনরা স্ট্যাটাস দিতে শুরু করেছেন।
সোমবার রাতে এ ব্যাপারে জানতে বিএসএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান ও অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মোবাইলে একাধিকবার যোগাযোগ ও ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. আসাদুল ইসলামের সঙ্গে রোববার রাতে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের নিয়োগের ব্যাপারে শুনলেও লিখিতভাবে এখনো তারা মন্ত্রণালয় থেকে কোনো চিঠি পাননি বলে জানান।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএমএর কেন্দ্রীয় কমিটির প্রচার ও জনসংযোগ সম্পাদক এবং ন্যাশনাল মেডিকেল কলেজের স্বাচিপের সভাপতি ও অর্থপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান কল্লোল।
রাত সাড়ে ১২টায় তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিয়োগের বিষয়টি প্রায় নিশ্চিত করে বলেন, যারা নিয়োগ পেয়েছেন তারাই তাকে এ খবর জানিয়েছেন।
প্রো-ভিসির সংক্ষিপ্ত পরিচিতি :
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ১৯৫৬ সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন। তার স্ত্রী ডা. নাফিজা আহমেদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ডার্মাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য।
এমইউ/বিএ