চীনে ভুয়া আইফোন তৈরির কারখানার সন্ধান


প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৬ জুলাই ২০১৫

চীনে ভুয়া আইফোন তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। দেশটির রাজধানী বেইজিংয়ে ওই সংস্থার কারখানায় হানা দিয়ে প্রায় ৪০ হাজার ভুয়া আইফোন জব্দও করা হয়েছে।

পুলিশের ধারণা, জব্দকৃত আইফোনের বাজার মূল্য প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার। এই ব্যবসায় জড়িত সন্দেহে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সংস্থাটির কারখানা থেকে আইফোন নির্মাণের ছয়টি অ্যাসেম্বলি লাইন ও প্রায় ১০ লাখেরও বেশি ফোনের বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করা হয়।

জানা যায়, চীনে-নির্মিত ভুয়া আইফোন মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ধার হওয়ার পর থেকেই গত মে মাসে এই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ।

তারা জানায়, সংস্থাটি বিভিন্ন দেশ থেকে পুরনো ফোনের মাদারবোর্ড কিনে তাতে ভুয়া যন্ত্রাংশ ও লোগো বসিয়ে বিক্রি করতো। এর জন্য কয়েকশ কর্মীকে নিয়োগও করেছিল ওই সংস্থাটি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।