ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ৩০ মার্চ ২০১৮

পাকিস্তানের নৌবাহিনী সাবমেরিন থেকে একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। বাবর নামের এ ক্ষেপণাস্ত্র সাড়ে চারশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে আইএসপিআর বলছে, বৃহস্পতিবার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পানির নিচে সম্পন্ন হয়েছে এবং এটি বিভিন্ন ধরণের অস্ত্র বহন করতে সক্ষম। এই পরীক্ষা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য আরেকটি বড় সাফল্য।

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম। পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নৌবাহিনীর ওই সাফল্যের প্রশংসা করেছেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।