সন্ধ্যায় খালেদার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ২৬ জুলাই ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান  এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম এরইমধ্যে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার খালেদা জিয়ার সঙ্গে হবে সুজা আলমের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

তবে এর আগে ঈদুল ফিতর উপলক্ষে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে যোগ দিয়েছিলেন সুজা আলম।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।