ফ্রান্সের জিম্মি সঙ্কট : বন্দুকধারীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫২ এএম, ২৪ মার্চ ২০১৮

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জিম্মি করার ঘটনায় বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছে। দেশটির ছোট্ট একটি শহর খেবে-র একটি সুপারমার্কেটে ওই বন্দুকধারী কিছু লোককে জিম্মি করে আটকে রেখেছিল।

বিসিবি এক প্রতিবেদনে জানানো হয়, খবর পেয়ে ফরাসী স্পেশাল ফোর্স সেখানে হাজির হয় এবং পুলিশ ও স্পেশাল ফোর্স সুপারমার্কেটে অভিযান চালায়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘হামলাকারী বন্দুকধারী ওই অভিযানে নিহত হয়েছে’। ফরাসী প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্র বলেছেন, ‘এটি একটি সন্ত্রাসবাদী হামলা।’

স্থানীয় একটি রেডিও স্টেশনকে উদ্ধৃত করে ফরাসী বার্তা সাংস্থা এএফপি জানাচ্ছে, হামলাকারী বন্দুকধারী ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করে প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেস্লামের মুক্তি দাবি করছিল।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।