তিন ঘণ্টার বেশি থাকা যাবে না তাজমহলে

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি কলকাতা
প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৩ মার্চ ২০১৮

ভারতের আগ্রায় অবস্থিত পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। তাজমহলের কথা আমাদের কম বেশি সবারই জানা। কিন্তু তাজমহলের পর্যটকদের জন্য সময় বেঁধে দেওয়া হচ্ছে। তিন ঘণ্টার বেশি কোনো পর্যটক তাজমহলের ভেতরে থাকতে পারবেনা। নিয়মটি চালু হবে ১লা এপ্রিল থেকেই।

আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) সুপারিনটেনডিং আর্কিওলজিস্ট ভুবন বিক্রম সিং জানিয়েছেন, পর্যটকদের প্রবেশ টিকিটেই সময়ের উল্লেখ থাকবে। সেই নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে তাজমহল চত্বর থেকে বেরিয়ে আসতে হবে।

যদি কেউ তিন ঘণ্টার বেশী থাকতে চায় তাহলে তাকে অতিরিক্ত টাকা গুনতে হবে। তবে এই স্মৃতিসৌধ বন্ধ হওয়ার সময়ের কোনো হেরফের হবেনা। অনলাইনে যারা আগের থেকে টিকিট কাটবেন তাজমহলে প্রবেশের সময় তাদের টিকিটের গায়েও সময় লিখিয়ে নিতে হবে।

তাজমহল পরিদর্শনের জন্য এখন ভারতীয়দের ৪০ টাকা এবং বিদেশি নাগরিকদের ১ হাজার টাকার টিকিট কাটতে হয়। মূল সমাধিস্থল দেখতে হলে অতিরিক্ত ১শ টাকা দিতে হবে বলে কিছুদিন আগে যে খবর বেরিয়েছিল তা ঠিক নয় বলে জানিয়েছেন ভুবন বিক্রম। তিনি বলেন যে কেউই মূল সৌধে যেতে পারবেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।