১০১ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২২ মার্চ ২০১৮

নাইজেরিয়ায় অপহরণ হওয়া ১০১ স্কুল শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে বোকো হারাম। উত্তরপূর্বাঞ্চলীয় নাইজেরিয়া থেকে গত মাসে ওই শিক্ষার্থীদের অপহরণ করে জঙ্গিরা।

বুধবার নাইজেরিয়া সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ১১০ জন অপহরণ হওয়া শিক্ষার্থীর মধ্যে ১০১ জনকে মুক্তি দিয়েছে বোকো হারাম।

এক বিবৃতিতে নাইজেরিয়ার তথ্যমন্ত্রী লাই মোহাম্মদ জানিয়েছেন, ওই শিক্ষার্থীদের মুক্তিতে কোনো মুক্তিপণ দেয়া হয়নি। তাদেরকে নিঃশর্ত মুক্তি দেয়া হয়েছে।

গত ফেব্রুয়ারির ১৯ তারিখে উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবি জেলার ডাপচি শহরের গভ. সাইন্স অ্যান্ড টেকনিক্যাল কলেজে হামলা চালিয়ে ওই স্কুল শিক্ষার্থীদের অপহরণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে তারা শহরের দিকে বোকো হারামের গাড়ি আসতে দেখেন। সবাই সে সময় ভয়ে পালিয়ে যায়। কিন্তু অনেকেই আশে পাশে লুকিয়ে ছিলেন। তারা জানিয়েছেন, বোকো হারামের গাড়ি থেকে স্কুল শিক্ষার্থীদের মুক্তি দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোকো হারামের জঙ্গিরা তাদের সতর্ক করে বলেছে, তোমাদের মেয়ে আবারও স্কুলে পাঠাবে না।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।