কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২২ মার্চ ২০১৮

উত্তরাঞ্চলীয় কাশ্মিরে বন্দুকযুদ্ধে পাঁচ ভারতীয় সেনা এবং আরও পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শমসের হুসেইন আল জাজিরাকে বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তের কুপওয়ারা বনভূমি এলাকায় গোলাগুলি শুরু করে বিদ্রোহীরা।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ নিরাপত্তারক্ষী এবং পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযান শেষ হয়েছে এবং ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বন্দুকযুদ্ধ শুরু হয়। বেশ কয়েক দফা দু’পক্ষের লড়াই চলেছে। বুধবার রাতের দিকে লড়াই শেষ হয়েছে। তবে বিদ্রোহীদের পরিচয় এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।