মসুলে অপহৃত ৩৯ ভারতীয় বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২০ মার্চ ২০১৮

চার বছর আগে ইরাকের মসুলে অপহৃত হওয়া ৩৯ ভারতীয় আর বেঁচে নেই। মঙ্গলবার রাজ্যসভায় এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। মসুলে কর্মরত ৩৯ দিনমজুরদের অপহরণ করেছিল ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। খবর এনডিটিভি।

মসুলের একটি গণকবর থেকে ভারতীয়দের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুষমা জানিয়েছেন, ওই ৩৯ ভারতীয়র মরদেহ ডিএনএ পরীক্ষা করা হয়েছে।

সুষমা জানিয়েছেন, ওই ৩৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে ভারত। তিনি বলেন, নিশ্চিত প্রমাণ পাওয়ার পরেই মৃতদের পরিবারকে এ কথা জানাতে চেয়েছি আমরা। ওই ৩৯ জনের বেশির ভাগই পাঞ্জাব, হরিয়ানা, বিহার, হিমাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের দিনমজুর।

সুষমা বলেন, মরদেহগুলো শনাক্ত করা এবং এগুলো বাগদাদে নিয়ে পরীক্ষা করাটা ছিল খুব কঠিন কাজ। ২০১৪ সালে ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল শহর থেকে ওই শ্রমিকদের অপহরণ করা হয়। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাদের হত্যা করা হয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।