উন্নয়নের সন্তুষ্টি থেকে সাবধান করলেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০২ এএম, ২০ মার্চ ২০১৮

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বার্ষিক অধিবেশনে ন্যাশনাল পিপলস কংগ্রেসকে (এনপিসি) চীনের উন্নয়নে সন্তুষ্টিতে ভোগার বিষয়ে সতর্ক করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

কংগ্রেসের বার্ষিক অধিবেশনের শেষ সেশনে শি বলেন, ইতহাসে চীনকে চড়াই-উৎরাই পার হতে হয়েছে, আর একমাত্র সমাজতন্ত্রই এ অবস্থা থেকে বাঁচাতে পারত।

চীনের রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব রয়েছে এনপিসির। এ বছরে এনপিসির অধিবেশন থেকে চীনের প্রেসিডেন্টের পদের সীমা তুলে নেয়া হয়েছে। যার অর্থ হলো আমৃত্যু চীনের প্রেসিডেন্ট থাকতে পারবেন শি জিনপিং।

বছরে একবার এ অধিবেশন বসে। আর চীনের শীর্ষ নেতারা যে সিদ্ধান্ত আগে থেকে নিয়ে রাখেন কাঠের পুতুলের মতো ওই সিদ্ধান্তই এ অধিবেশনে অনুমোদন পায়।

শি তার বক্তব্যে বলেন, ইতিহাসে আগেই প্রমাণিত হয়েছে, ভবিষ্যতেও হবে যে, একমাত্র সমাজতন্ত্রই চীনকে বাঁচাতে পারে।

তিনি আরও বলেন, চীনের মানুষদের তিনি সত্যিকার নায়ক বলে মনে করেন এবং প্রত্যেক রাজনীতিবিদের উচিৎ এই মানুষগুলোর স্বার্থে কাজ করা।

একটি দেশের উন্নয়নে সে দেশে একতার গুরুত্বও উঠে আসে তার কথায়। তাইওয়ানের প্রসঙ্গ উঠে এলে তিনি বলেন, বিচ্ছন্নতাবাদীদের যে কোনো চেষ্টা নস্যাৎ করে দেয়া হবে।

তিনি বলেন, চীনের মানুষ বিশ্বাস করে এ দেশের একটি ইঞ্চিও এখান থেকে আলাদা করা যাবে না।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।