আফরিন দখল করেছে তুর্কি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৯ মার্চ ২০১৮

 

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দি নিয়ন্ত্রিত আফরিন অঞ্চল দখল করেছে তুর্কি বাহিনী এবং তাদের সহযোগী বিদ্রোহী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)। রোববার তুর্কি সেনাবাহিনী এক টুইট বার্তায় জানিয়েছে, তুর্কি সেনারা আফরিনে ল্যান্ডমাইন এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য উদ্ধারে তল্লাশি চালিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তুরস্কের পশ্চিমাঞ্চলে এক ভাষণে বলেন, সন্ত্রাসীদের অনেকেই ইতিমধ্যেই লেজ গুটিয়ে আফরিন থেকে পালিয়েছে।

তিনি আরও বলেন, তুর্কি বাহিনীর সমর্থিত বাহিনী স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় আফরিনের কেন্দ্রস্থলের সম্পূর্ণ নিয়ন্ত্রন নিয়েছে। ৩ হাজার ৬০৩ জন সন্ত্রাসীকে প্রতিহত করেছে তুর্কি বাহিনী। শহরে তুরস্ক এবং এফএসএর পতাকা উত্তোলন করা হয়েছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।