টেক্সাসে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৯ মার্চ ২০১৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে একটি বিস্ফোরণের ঘটনায় দু’জন আহত হয়েছে। গত কয়েকদিন ধরেই শহরের বিভিন্ন স্থানে বোমা হামলার ঘটনা ঘটছে। খবর বিবিসি।

চলতি মাসের শুরুর দিকে দরজার কাছে রেখে যাওয়া পার্সেল বোমা বিস্ফোরণে দু’জন নিহত এবং আরও দু’জন আহত হয়। নিহতরা দু'জনই আফ্রিকান আমেরিকান। তবে পুলিশ এই ঘটনায় বর্ণবাদ বা বৈষম্যকে সম্ভাব্য কারণ বলে উল্লেখ করেনি।

তবে রোববারের রাতের বিস্ফোরণের ঘটনা আগের হামলাগুলোর সঙ্গে সম্পৃত কিনা সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ।তবে যতক্ষণ পর্যন্ত ওই এলাকা পুরোপুরি নিরাপদ না হয় ততক্ষণ বাসিন্দাদের নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের বিনিময়ে পুরস্কার ঘোষণা করার কয়েক ঘণ্টার মাথায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অস্টিন পুলিশের প্রধান ব্রিয়ান ম্যানলে সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন এই হামলা হয়তো কোনো বার্তা বহন করছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।