পাকিস্তানে বন্যায় নিহত ১৯


প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৫ জুলাই ২০১৫

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে ভারী বর্ষণ এবং বন্যায় কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার খাইবার পাখতুন প্রদেশের দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর ডনের।

খাইবার পাখতুন প্রদেশের চিত্রাল জেলায় ভারী বর্ষণ ও বন্যায় এ নিয়ে এখন পর্যন্ত ২৯ জনের প্রাণহানি ঘটলো। এদের মধ্যে শাটে ১০জন, উথলে আট জন এবং ব্রোজ, লোন ও গোখির এলাকায় দুজন করে মারা গেছেন।  এছাড়া রিশান, আয়ুনসহ অন্য পাঁচটি এলাকায় একজন করে মারা গেছেন।

বন্যায় জেলার অধিকাংশ এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় প্রশাসন জানায়, চিত্রাল জেলার মুলখো ইউনিয়নে নারী ও শিশুসহ অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। জেলা পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেছে।
পুলিশের একজন কর্মকর্তা জানান, শুক্রবার সকালে ভারী বর্ষণ শুরু হয়। এরপর বন্যার পানি  দোকান, বসতবাড়ি, বিভিন্ন সরকারি বেসরকারি  অফিসে ঢুকে এ হতাহতের ঘটনা ঘটেছে।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।