ফিজিওথেরাপি সেন্টারের নামে অনৈতিক কর্মকাণ্ড : নারীসহ আটক ১৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ১৮ মার্চ ২০১৮

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণায় ফিজিওথেরাফি সেন্টারের নামে বাড়ি ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে জেলার সোনারপুর থানার অন্তর্গত গড়িয়া স্টেশন রোডের বালিয়া থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গত নভেম্বরে বালিয়া নফরচন্দ্র বালিকা বিদ্যালয়ের পেছনে অরুণা দাস নামে এক নারীর বাড়ি ভাড়া নিয়েছিলেন রাকেশ ঘরামি নামে এক ব্যক্তি। সেই বাড়িতেই গত কয়েকমাস ধরে ফিজিওথেরাপি সেন্টারের নামে অনৈতিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ পাওয়া যায়।

বাড়িটি ভাড়া নেয়ার পর থেকেই বহিরাগত বেশকিছু পুরুষ ও নারী যাতায়াত করতেন। প্রথমে স্থানীয় লোকজন এ বিষয়ে মাথা না ঘামালেও গত কয়েকদিন ধরে এই বাড়িতে বহিরাগত নারী-পুরুষদের যাতায়াত বেড়েই চলছিল।

যা দেখে সন্দেহ দানা বাঁধে। শনিবার দুপুরে ওই বাড়িতে বহিরাগত নারী ও পুরুষদের আসতে দেখে এলাকার লোকজন বাড়িটির ওপর নজরদারি চালায়। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে নগ্ন অবস্থায় পাওয়া যায় নয় নারী ও পাঁচ পুরুষকে। তাদেরকে আটকে রেখে স্থানীয়রাই খবর দেন সোনারপুর থানায়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির মালিককেও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।