শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ : আহত ৩০


প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৫ জুলাই ২০১৫

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলা সদরের তাতারী মহল্লার আব্দুস সালাম মেম্বর এবং পার্শ্ববর্তী চিলাপাঞ্জা মহল্লার জমসের মিয়া সর্দারের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে ওই দুই মহল্লার শিশুদের মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে শাহনুর, আবু ছালেহ, শেলু মিয়া, আবুল হোসেন, মোতাব্বির, মনির মিয়া, আল আমিনসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।