প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৮ মার্চ ২০১৮

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে রাশিয়ার জনগণ। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে প্রধান বিরোধী নেতা নাভালনি নির্বাচনে অংশ নিতে না পারায় পুতিনের জয়লাভ অনেকটাই নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। খবর বিবিসি।

নির্বাচনে জয়ী হতে হলে একজন প্রার্থীকে অন্তত ৫০ শতাংশ ভোট পেতে হবে। তেমনটা না হলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে জয়ী হলে চতুর্থবারের মতো ক্ষমতায় যাবেন পুতিন।

স্থানীয় সময় রোববার সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। ভোট শেষ হবে রাত ৮টায়। দূরপ্রাচ্যের ভোটাররা রাজধানী মস্কোর ভোটারদের ৯ ঘণ্টা আগে।

রোববার সন্ধ্যায় প্রথম দফার ফলাফল জানা যাবে। ১৯৯৯ সালের পর থেকে সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে দেশ শাসন করছেন পুতিন। এবারের নির্বাচনে জয়ী হলে আরও ছয় বছর দেশের ক্ষমতায় থাকবেন তিনি।

নির্বাচনে পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন পাভেল গ্রুদিনিন, কাসেনিয়া সোবচাক এবং ভ্লাদিমির ঝিরিনোভস্কি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।