জম্মু-কাশ্মিরে গোলাবর্ষণে একই পরিবারের ৫ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৮ মার্চ ২০১৮

জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার লাইন অব কন্ট্রোলে রোববার সকালে পাকিস্তানি সেনাবাহিনীর ভারি গোলাবর্ষণে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। খবর এনডিটিভি।

বালাকোট সেক্টরের দেভতা ধার গ্রামে গোলাবর্ষণের আঘাতে চৌধুরি মোহাম্মদ রমজান নামের এক ব্যক্তি, তার স্ত্রী এবং তাদের তিন ছেলে নিহত হয়েছে। তাদের দুই মেয়ে আহত হয়েছে। গোলাবর্ষণ তাদের বাড়িতে আঘাত হানায় হতাহতের ঘটনা ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল দেভেন্দার আনন্দ জানিয়েছেন, স্থানীয় সময় সকাল পৌঁনে আটটার দিকে গোলাবর্ষণ শুরু হয়। তিনি আরও জানিয়েছেন, পাক সেনারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিথারামান জানান, পাকিস্তানি সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করলে প্রয়োজনে তাদের মোক্ষম জবাব দেয়া হবে।

ভারতের তরফ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী চলতি বছরের জানুয়ারিতে ২০৯ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। অপরদিকে, ফেব্রুয়ারির প্রথম ১২ দিনে এই সংখ্যা ছিল ১৪২। গত বছর ৮৬০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।