ভারতে গ্রেফতার তিনজন পুলিশ হেফাজতে
ভারতের মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখা (এটিএস) জঙ্গি অভিযোগে গ্রেফতার তিন বাংলাদেশিকে আগামী ২৯ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। রোববার তাদেরকে আদালতে নেয়া হলে বিচারক এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে আনসারুল্লা বাংলা টিমের সদস্যদের সাহায্য করার অভিযোগ আনা হয়েছে।
দেশটি পুুলিশ বলছে, মহারাষ্ট্র এটিএস-এর কাছে খবর ছিল যে, ওয়ানওডি ও আকুরডি এলাকায় বেশকিছু বাংলাদেশি অবধৈভাবে ঘাঁটি গেড়েছে এবং তাদের সঙ্গে জঙ্গিদের সংযোগ রয়েছে। এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় এটিএস।
পরে এটিএস ওয়ানওডি থেকে একজনকে এবং পরে আকুরডি থেকে আরও দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারদের কাছ থেকে জাল প্যান কার্ড, রেশন কার্ড উদ্ধার করা হয়েছে। তবে তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না।
গ্রেফতার তিন বাংলাদেশির বয়স ২৫ থেকে ৩১ বছরের মধ্যে। খুলনা অথবা শরীয়তপুরের বাসিন্দা তারা। তবে পুলিশ বলছে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ।
মনিকা সাহা/আরএস/পিআর