গ্রাহকের ফোনে ব্যবসায়িক এসএমএস পাঠালেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পিএম, ১৫ মার্চ ২০১৮

বাণিজ্যিক প্রসার ও প্রচারের উদ্দেশ্যে মোবাইল ফোনে এসএমএস অথবা কল করা হলে গুণতে হবে বিশাল অঙ্কের জরিমানা। আর এ জরিমানা গুনতে হতে পারে হাজার থেকে লাখ টাকারও বেশি। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রিয়েল এস্টেট নিয়ন্ত্রক সংস্থা (আরইআরএ) শহরটির রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে জরিমানার ব্যাপারে সতর্ক করে দিয়েছে।

আমিরাতের আরবি ভাষার দৈনিক আল বায়ান বলছে, রিয়েল এস্টেট কোম্পানিগুলোর এ ধরনের কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আরইআরএ। কোনো গ্রাহকের মোবাইল ফোনে এসএমএস অথবা কল করা হলে সর্বোচ্চ ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি ১১ লাখ ৩২ হাজার ৩৫৫ টাকা) পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে।

সম্প্রতি বাণিজ্যিক লাইসেন্স না পাওয়ার পরও দুবাইয়ের একটি রিয়েল এস্টেট কোম্পানি আবাসন প্রকল্প চালু করে। পরে সেখানে প্লট কেনার জন্য বিনিয়োগকারীদের কাছে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠায়। এ ঘটনার পর দুবাইয়ের রিয়েল এস্টেট নিয়ন্ত্রক সংস্থা (আরইআরএ) যেসব কোম্পানি এধরনের কাজ করবে তাদের কাছে থেকে জরিমানা আদায় করা হবে বলে ঘোষণা দিয়েছে।

আরইআরএ বলছে, ওই কোম্পানিটির সরকারি নিবন্ধন থাকলেও ব্যবসায়িক লাইসেন্স নেই। এমন অবস্থায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : খালিজ টাইমস।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।